*ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত*

ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
এখনও কেমন করে যেন হৃদয় টাটায়-
প্রতারক পুরুষেরা এখনও আঙ্গুল ছুঁলে
পাথর শরীর বেয়ে ঝরনার জল ঝরে।

এখন কেমন যেন কল কল শব্দ শুনি
নির্জন বৈশাখে, মাঘ-চৈত্রে-
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে আঙ্গার করি।

প্রতারক পুরুষেরা একবার ডাকলেই
ভুলে যাই পিছনের সজল ভৈরবী
ভুলে যাই মেঘলা আকাশ, না ফুরোন দীর্ঘ রাত।
একবার ডাকলেই
সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে
একবার ভালবাসলেই
সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা।

ভুল প্রেমে তিরিশ বছর গেল
সহস্র বছর যাবে আরও, তবু বোধ হবে না নির্বোধ বালিকার।

1 comments:

all bangladeshi newspaper said...

"ভুল প্রেমে তিরিশ বছর গেল
সহস্র বছর যাবে আরও, তবু বোধ হবে না নির্বোধ বালিকার।"

Really great poem and Taslima Nasrin Is My favorite writer.